Friday, June 2, 2023

মাইক্রোসফট অফিস বাটন এবং বিভিন্ন ধরনের ট্যাব চিহ্নিত সম্পর্কে জানা

 অফিস বাটন

মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট ওয়ার্ড চালু করার পর প্রোগ্রামের উপরের বাম কোণে মাইক্রোসফট অফিস বাটন রয়েছে।


এই অফিস বাটনে ক্লিক করলে নিম্নের চিত্রের ন্যায় উপস্থাপন হবে।

এখান থেকে ফইল ওপেন, নতুন ফাইল তৈরি, ফাইল কনভার্ট, সেভ, প্রিন্ট, সেন্ড, ক্লোজ ইত্যাদী  ফাইল ব্যবস্থাপনা সংক্রান্ত কাজগুলো করা যায়। এবার বাটনটিতে ক্লিক করলে উপরের চিত্রের মতো একটি ড্রপডাউন মেনু পাওয়া যাবে।

* এ অংশে ফাইল ব্যবস্থাপনা সংক্রান্ত কাজগুলো করতে পারব।
* সাম্প্রতিক যে ফাইলগুলো ওপেন করা হয়েছিল, সেগুলো দেখা যাবে। প্রয়োজন হলে লিস্টে থাকা প্রয়োজনীয় ফাইলটিতে ক্লিক করলেই তা ওপেন হয়ে যাবে।
*এখান থেকে ওয়ার্ডের বিভিন্ন অপশন নিজের মতো করে সাজিয়ে নেওয়া যাবে।
* ওয়ার্ড ক্লোজ করে প্রোগ্রাম থেকে বেরিয়ে আসার ক্ষেত্রেও কমান্ড ব্যবহার করা হয়।

মাইক্রোসফট অফিস বাটন এবং বিভিন্ন ধরনের ট্যাব চিহ্নিত সম্পর্কে জানা

 অফিস বাটন মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট ওয়ার্ড চালু করার পর প্রোগ্রামের উপরের বাম কোণে মাইক্রোসফট অফিস বাটন রয়েছে। এই অফিস বাটনে ক্লিক কর...